Search

বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সিএমপির চান্দগাঁওয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় হিজড়াসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় পুলিশের কাছ থেকে দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার(১৯ নভেম্বর) দিনগত রাতে কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৪ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২শ জনকে আসামি করা হয়েছে।

এর আগে শনিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে কালুরঘাট পুলিশ ফাঁড়ি থেকে ওই আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এসময় ছিনিয়ে নেওয়া আসামি হানিফের বোন নাজমা আকতার গুলিতে নিহত হন।

এদিকে, পুলিশের ওপর হামলা, কালুরঘাট পুলিশ ফাঁড়ি ভাঙচুর এবং দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ হিজড়াসহ ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। এরপর বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো, রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম ওরফে ফরিদা ওরফে সুন্দরী হিজড়া, মো. বাদশা ওরফে ববিতা হিজড়া, আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫), মো. ইব্রাহিম (২৮)। তারা সবাই চান্দগাঁও থানার মৌলভী বাজারের হানিফের কলোনির বাসিন্দা ছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই এবং মাদক আইনে আলাদা দুটি মামলা হয়েছে। মাদক আইনের মামলায় ছিনিয়ে নেওয়া হানিফ ও দেলোয়ারকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় হানিফ-দেলোয়ারসহ ১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। ওই মামলায় আরো ২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print