রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

গার্মেন্টস কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া সমিতির মানববন্ধন 

কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় গার্মেন্টস কর্মকর্তা আবুল হাশেমকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চকরিয়া সমিতি।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জেলা পরিষদ কার্যালয়ের সামনে চকরিয়া সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদ হোসাইনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমাদের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আবুল হাশেমের উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একই সাথে হিনো চক্রান্তকারীদের তথা সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ নভেম্বর আবুল হাশেমকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ধারালো ছোরা, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেছে। আমরা এই ঘটনারনতীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চকরিয়া থানার ওসি এই ঘটনায় মামলা নিতে গড়িমসি করছে এবং আসামিদের পক্ষ হয়ে সমঝোতার জন্য হাশেমের পরিবার কে চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক এম হামিদ হোসাইন, সহ-সভাপতি হাশেম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দিন, আইন-বিষয়ক সম্পাদক এড. মোঃ ওসমান গণি, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ মিনারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অলিদুল আজিম এবং লায়ন এইচ এম ওসমান সরওয়ার। -বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print