Search

সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী আর নাই

প্রভাতী ডেস্ক: সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী,  বাঁশখালীর সাবেক সাংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক  সভাপতি, আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি …. রাজিউন)।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চটগ্রামসহ সারাদেশে বিএনপি’র দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সদ্য প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরী ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।তিনি চট্টগ্রামের বাঁশখালীর চার বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

কর্মজীবন: সদ্য প্রয়াত এই নেতা ১৪ অক্টোবর ১৯৪৮ সালে চট্টগ্রামের বাশঁখালী উপজেলার কালীপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। এছাড়াও তিনি বাণিজ্য বিষয়ে চট্টগ্রাম সিটি কলেজ থেকে স্নাতক শেষ করেছেন।১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর সভাপতি ছিলেন। ২০০১ সালে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার ২য় মন্ত্রী সভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও ১৯৯৫, ১৯৯৬, ২০০১, ও ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় সাংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম ১৬ বাঁশখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।এরপর ২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক, এবং ২০১০ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।

এদিকে বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ প্রথম এবং দুপুর ২ টায় বাঁশখালী (জলদী) আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা ও বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print