Search

সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চট্টগ্রামের বহুল প্রচারিত স্বনামধন্য দৈনিক “পূর্বদেশ” পত্রিকায় গত ০২/০৭/২০২২ ইং তারিখে শেষ পাতার ৪র্থ কলামে ‘অভিযোগকারীর বিরুদ্ধেই অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার মক্কেল মো: নজরুল ইসলাম খোকন। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রীমহল সাংবাদিককে মিথ্যা তথ্য প্রদান করে এই সংবাদটি প্রকাশ করিয়েছেন। যার নুন্যতম সত্যতাও প্রমাণ করা সম্ভব হবে না। এই সংবাদটি প্রকাশের কারণে আমার মক্কেলের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক এবং পেশাগত জীবনে চরম মানহানী হয়েছে। আমার মক্কেল একজন ব্যবসায়ী ও শ্রমিকনেতা। তিনি চট্টগ্রাম অটোরিকশা -অটোটেম্পো শ্রমিকলীগ (রেজি: নং-চট্ট ১৪৬৯) এর সাধারণ সম্পাদক। তিনি অত্যান্ত স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে ২০১৬ সাল থেকে এই সংগঠন পরিচালনা করে আসছেন। সংগঠনের নির্বাচন নিয়ে মহামান্য উচ্চ আদালতে একটি মামলা চলমান থাকায় কমিটির মেয়াদান্তেও নির্বাচন করা সম্ভব হয় নি। উক্ত সংবাদে বলা হয়েছে আমার মক্কেল পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও নিরীহ ব্যাক্তির বিরুদ্ধে স্বনামে -বেনামে অভিযোগ, বিভিন্ন দফতর থেকে অনৈতিক ও অবৈধ সুবিধা অর্জনের পাঁয়তারা, নিজের সংগঠনের কোন সদস্যের সাথে সমন্বয় না করে বিভিন্ন দফতরে সুবিধা চেয়ে চিঠি প্রদানসহ বিভিন্ন অভিযোগে ২৩শে জুন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর, সিএমপি কমিশনার এবং দুদকের চট্টগ্রাম পরিচালক বরাবর অভিযোগ প্রদান করেছেন উক্ত সংগঠনের ৩জন সদস্য। যেই অভিযোগের কথা বলা হয়েছে সেই অভিযোগটি সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে করা হয়েছে। ৩জন অভিযোগকারী হলেন, মো: ইউছুপ, উজ্জল বিশ্বাস এবং মো: ইলিয়াছ। উজ্জ্বল বিশ্বাস ২০১৭ সালে পদত্যাগ করে উক্ত সংগঠন থেকে সদস্যপদ বাতিল করে চলে যায়। আর অন্য যে ২ জন সদস্য /অভিযোগকারীর কথা বলা হয়েছে ইলিয়াছ এবং ইউছুপ উক্ত সংগঠনের সহ সভাপতি এবং অর্থ সম্পাদক। তারা আমার মক্কেলের বিরুদ্ধে কোথাও কোন প্রকার অভিযোগ করেন নি এবং অভিযোগে তাদের নামে যেই স্বাক্ষর প্রদান করা হয় সেগুলোও তাদের স্বাক্ষর নয়। তার মানে এই অভিযোগটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। মূল বিষয়টি হলো, উক্ত সংগঠনের সাবেক সভাপতি উজ্জ্বল বিশ্বাসের (পদত্যাগকৃত) সাথে আমার মক্কেলের ব্যক্তিগত ভুল বুঝাবুঝির কারণে তিনি আমার মক্কেলের উপর ক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অপ প্রচার চালিয়ে যাচ্ছে। বিগত বছরখানেক পূর্বে উজ্জ্বল আমার মক্কেলের নিকট ১ লক্ষ টাকা ধার চাইলে আমার মক্কেল উক্ত টাকা প্রদানে অপারগ হওয়ায় এবং সংগঠনের ৮০৯ নং সদস্য মো: নূরুদ্দীনের ২০০৫ মডেলের সিএনজি অটোরিকশার স্ক্র্যাপিং সংক্রান্ত বিষয়ে সিএমপি কমিশনার বরাবর (১৮/০২/২০২২ইং তারিখ) চাঁদাবাজির অভিযোগে উজ্জ্বলকে ২ নং আসামি করায় তিনি আমার মক্কেলের উপর আরো ক্ষিপ্ত হয়ে চরম প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে। প্রতিশোধ নিতে, সুনাম ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিকভাবে হেয় করতে সুচতুর উজ্জ্বল আমার মক্কেলের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করে। এই অভিযোগে সংগঠনের সহ সভাপতি ইলিয়াছ এবং অর্থ সম্পাদক ইউছুপের নাম উল্লেখ করার অন্যতম আরেকটি কারণ হলো, তাদের সাথে আমার মক্কেলের বিরোধ সৃষ্টি করানো। সংবাদে উল্লেখ করা হয়, সিএমপির ট্রাফিক বিভাগের এবং বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে আমার মক্কেল উর্ধ্বতন মহলে অভিযোগ দিয়ে সড়ক পরিবহনে নৈরাজ্য সৃষ্টি করে আসছে। এই মন্তব্যের প্রতিবাদে আমার মক্কেলের বক্তব্য হলো কোন দূর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রদান দোষের কিছু নয় এবং সড়ক পরিবহনে নৈরাজ্য সৃষ্টির প্রশ্নই আসে না। কোন অসাধু কর্মকর্তা কোন পরিবহণ শ্রমিকের উপর জুলুম -নির্যাতন করলে সেটার প্রতিবাদ করা এবং উক্ত অসাধু কর্মকর্তার বিরুদ্ধে উর্ধ্বতন মহলে অভিযোগ করা আমার মক্কেলের দায়িত্ব। যেহেতু তিনি একজন শ্রমিক নেতা, তাই সর্বদা শ্রমিকের কল্যাণে তাকে কাজ করতে হয়। সংবাদে আরো বলা হয়েছে আমার মক্কেল একসময় পারিবারিক খরচ মেটাতে বিভিন্ন জনের নিকট থেকে ধার দেনা করে চললেও বর্তমানে বি-সাইনিং লি: কোম্পানির চেয়ারম্যান, অনলাইন টিভি মাতৃভাষা চ্যানেলের কর্ণধার এবং স্বপ্নপূরণ সমবায় সমিতির চেয়ারম্যান। এই তথ্যটিও মিথ্যা। আমার মক্কেল শ্রমিক নেতৃত্বের পাশাপাশি পারিবারিক ব্যবসাও দেখাশোনা করেন। তাই পারিবারিক খরচ মেটাতে বিভিন্ন জনের নিকট থেকে ধার দেনা করার প্রশ্নই আসে না। এছাড়া তিনি অনলাইন টিভি মাতৃভাষা চ্যানেলের সাথেও কোনভাবে সম্পৃক্ত নয়। স্বপ্নপূরণ সমবায় সমিতি থেকে তিনি ২০২০ সালে পদত্যাগ করেন। তাই এই তথ্যটিও বিভ্রান্তিমূলক। শ্রমিক নেতৃত্বের পাশাপাশি তিনি বি-সাইনিং এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পরিচালনা করেন। এছাড়া অন্য কোন ব্যাবসা কিংবা কর্মকান্ডের সাথে আমার মক্কেল সম্পৃক্ত নয়। একজন ব্যবসায়ী, শ্রমিকনেতা এবং রাজনীতিবিদের বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ একদিকে যেমন সত্যকে ধামাচাপা দেয়, তেমনি অন্যদিকে কুচক্রী মহলকে ফায়দা লুঠতে সহায়তা করে। তাই জাতীর বিবেক খ্যাত সাংবাদিকদেরকে ভবিষ্যতে এরকম সংবাদ প্রকাশে আরো বেশি দায়িত্বশীল এবং অনুসন্ধানী হওয়ার বিনীত অনুরোধ জানান আমার মক্কেল মো: নজরুল ইসলাম খোকন।

ধন্যবাদান্তে
এডভোকেট মো: মোস্তাফিজুর রহমান, চেম্বার-৫০৯, দোয়েল ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print