Search

সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

সিএমপির ৩১তম কমিশনার হিসেবে যোগদান করলেন কৃষ্ণপদ রায়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসাবে যোগ দিয়েছেন কৃষ্ণপদ রায়। সোমবার(১৮ জুলাই) সিএমপির ৩১তম কমিশনার হিসাবে সদর দপ্তরে তিনি যোগদান করেন। পুলিশের একটি চৌকস দল তাকে সশস্ত্র সালাম প্রদান করেন। পরে দামপাড়া পুলিশ লাইন্স চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। কৃষ্ণপদ রায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাকে সিএমপির কমিশনার হিসাবে পদায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে দেশের জাতীয় ইংরেজী দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত পালন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে তিনি নিয়োগ পান। তার কর্মজীবন শুরু হয় বগুড়ায়। সিএমপিতে সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসাবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি চাঁদপুর ও শেরপুর জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে ডিএমপির রমনা জোনের ডেপুটি কমিশনার ও সর্বশেষ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print