Search

বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট দম্পতির ওপর হামলার ঘটনায় জামিন পেলেন সব আসামিরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ম্যাজিস্ট্রেট দম্পতির ওপর হামলার মামলায় প্রধান আসামি রানা মর্তুজা জামিন পেয়েছেন। বৃহস্পতিবার(৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এই আদেশ দেন।

চট্টগ্রাম অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মো. ইউসুফ বলেন, উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি রানার জামিন মঞ্জুর করেছেন। তিনি আরো বলেন, এর আগে তিন আসামি জামিন পান। এখন রানা জামিন পাওয়ায় মামলার সব আসামিই জামিন পেলেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার দিকে নগরীর জিইসি মোড়ে ম্যাজিস্ট্রেট দম্পতির উপর হামলার ঘটনা ঘটে। ম্যাজিস্ট্রেট ওয়ালিউল্লাহ এবং তার স্ত্রী জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাদের পেছনে এসে হর্ন বাজাতে থাকে। অহেতুক হর্ন না বাজানোর অনুরোধ করলে তারা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট দম্পতির ওপর হামলা করেন তারা।

এ ঘটনায় ওই রাতেই চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print