সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের কোতোয়ালীতে ভেজাল মরিচ-মসলার কারখানা, গ্রেপ্তার- ৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কোতোয়ালীতে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া ও ধানের কুঁড়াসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) খাতুনগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ ইসহাক, মুহাম্মদ সাগর, রাহাত উদ্দিন, নসু মাঝি, মোহাম্মদ শহীদ ও মুহাম্মদ খাইরুল। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।

তিনি বলেন, খাতুনগঞ্জ বাজারের চৌধুরী বিল্ডিংয়ের নিচ তলায় হলুদ-মরিচ-ধনিয়া ভাঙানোর একটি কারখানায় ভেজাল খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই কারখানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, কারখানাটি থেকে ভেজাল হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া তৈরির উপকরণ হিসেবে লাল রঙের কেমিক্যাল ৮৫০ গ্রাম, হলুদ রঙের কেমিক্যাল ৩৫০ গ্রাম, খয়েরি রঙের কেমিক্যাল ২০ গ্রাম ও ৮০০ গ্রাম কয়লা উদ্ধার করা হয়। কারখানাটি থেকে ৭টি প্লাস্টিকের বস্তায় থাকা ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুঁড়া, ৪টি প্লাস্টিকের বস্তায় থাকা ১৫৭ কেজি ভেজাল মরিচের গুঁড়া, দুটি প্লাস্টিকের বস্তায় থাকা ৮০ কেজি ভেজাল ধনিয়ার গুঁড়া উদ্ধার করা হয়। এগুলো বিক্রির জন্য কারখানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল।

কারখানাটি থেকে ১২টি বস্তায় থাকা মোট ৫৬৫ কেজি ধানের কুঁড়া উদ্ধার করা হয়। এই কুঁড়া ভেজাল হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া তৈরির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা হয়েছিল।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভেজাল খাদ্যসামগ্রী তৈরির কথা স্বীকার করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মিলটির ব্যবস্থাপক ইস্কান্দার পলাতক রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print