Search

বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সিআরবিতে হাসপাতালের অনুমোদন দেবে না চউক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল কিংবা বাণিজ্যিক স্থাপনার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নগরীর মহাপরিকল্পনায় রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর (সিআরবি) ‘সংরক্ষিত এলাকা’ হওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানান চউকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।

তিনি জানান, সিডিএ’র মাস্টারপ্ল্যানে এটি হেরিটেজ জোন হিসেবে আছে। যার কারণে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, কোনো বাণিজ্যিক স্থাপনার অনুমোদন দেব না। মূলত হেরিটেজ জোনে কর্মাশিয়াল স্থাপনা করার সুযোগ নেই। সিআরবিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ ও ৫০ আসনের নার্সিং ইনস্টিটিউট স্থাপনের ভবন নির্মাণের জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে আবেদন করা হয় নি।

উল্লেখ্য, এ প্রকল্পের জন্য সিআরবিতে ৬ একর জমিতে বেসরকারি ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেডের সাথে সরকারের চুক্তি হয় গত বছরের মার্চে। সম্প্রতি প্রকল্পের জন্য রেলওয়ে হাসপাতাল কলোনির কোয়ার্টার উচ্ছেদ শুরু হলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print