নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়েছে চট্টগ্রামবাসী। এক পশলা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে ছিলেন সবাই। মসজিদে মসজিদে করা হয়েছে বিশেষ মোনাজাত।
অবশেষে শনিবার (১লা মে) ভোরে বিজলির চমকানি ও বজ্রের গর্জনে নেমেছে এক পশলা বৃষ্টি। আর তাতেই দীর্ঘদিন পর চট্টগ্রামবাসী পেয়েছে একটু স্বস্তি।
আবহাওয়া অধিদফতরের রেকর্ড অনুযায়ী, শুক্রবার চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬. ৯ ডিগ্রি সেলসিয়াস।
এরই মধ্যে আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।
আবহাওয়া অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ আবুল হাসানাৎ রাত ১০টার দিকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই চট্টগ্রাম ও কক্সবাজার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরের জন্য কোনো সংকেত নেই।’
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.