নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বাবার পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে সিএমপির খুলশী থানার এসআই মহিন উদ্দিনের ছেলে। শুক্রবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেইট শাপলা আবাসিক এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। গত বছর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন মাহিন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলি) আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, আজ দুপুরে ছেলেকে বকা দিয়ে নামাজ পড়তে মসজিদে যান এসআই মহিম উদ্দিন। পরে মাহিন গোসল করে নিজ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এতে অভিমান করে মাহিন তার বাবার সার্ভিসেস পিস্তল দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে মাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, এইচএসসি পাস করে মাহিন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শুক্রবার অনুষ্ঠিত মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেননি মাহিন। এজন্য তাকে বকাঝকা করেছিলেন বাবা এসআই মহিম। ময়নাতদন্তের জন্য লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.