Search

বুধবার, ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৭ হিজরি

সাবের আহমদ সওদাগরের মত নেতাদের ত্যাগের কারণে আওয়ামীলীগ টানা ৩ বার ক্ষমতায় – নওফেল

স্মরণ ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন চট্টগ্রামের পূর্ব বাকলিয়ার মানুষেরা সহজ-সরল এবং সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। এই এলাকার মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা একটি আন্তরিকতা রয়েছে। বলিরহাটের ফার্ণিচার ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে একটি চেয়ার উপহার দিয়েছিলেন, যেটা এখন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে রাখা হয়েছে। তিনি এখনো বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেলে ঐ চেয়ারে বসেন।

শুক্রবার (২৬শে ফেব্রুয়ারী) প্রবীণ আওয়ামীলীগ নেতা আওয়ামী রাজনীতির দুঃসময়ের কান্ডারী ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি, জিলানী জামে মসজিদের মতোওয়াল্লী এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: সাবের হোসেন সওদাগরের স্মরণ ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মরহুম সাবের হোসেন সওদাগরের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, আওয়ামীলীগের চরম দু:সময়ে সাবের হোসেন সওদাগর দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে কঠোর পরিশ্রম করেছিলেন এবং বিভিন্ন বিপদ আপদে নেতাকর্মীদের পাশে থাকতেন।
এই ধরণের অনেক ত্যাগী নেতাদের কারণে আওয়ামীলীগ সরকার গঠিত করে টানা ১২ বছর ক্ষমতায়। সাধারণ মানুষের উপর জুলুমকারী পুলিশের কতিপয় সদস্যের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, সবকিছুর খবর আমাদের কাছে চলে যায়। তাই যেসব পুলিশ সদস্য এই ধরনের জুলুম নির্যাতন অব্যাহত রাখবে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য হাইকমান্ডকে সুপারিশ করা হবে।

স্মরণ ও শোকসভায় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় এবং মহানগর আওয়ামীলীগের সদস্য ও ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমেদ ইলিয়াছের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব আলহাজ্ব মো.মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইয়াকুব সওদাগর, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক হাবিবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম সাবের হোসেন সওদাগরকে সাবেক মেয়র চট্টলবীর মরহুম মহিউদ্দিন চৌধুরীর বিশ্বস্থ সহচর উল্লেখ করে তাঁর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ তুলে ধরেন।

সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print