Search

রবিবার, ১৭ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৭ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৭ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে সফর ১৪৪৭ হিজরি

শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে জাপান, ১০১তম অবস্থানে বাংলাদেশ !

প্রভাতী ডেস্ক : প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। এতে টানা চতুর্থবারের মতো শীর্ষে রয়েছে জাপান। এ তালিকায় ৩ ধাপ পিছিয়ে ইরানের সাথে যৌথভাবে ১০১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর ফলে বিশ্বের ৪১টি দেশে বিনা ভিসায়/অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।

সূর্যোদয়ের দেশ খ্যাত জাপানের পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায় অথবা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে বিশ্বের ১৯১টি দেশে। গতবারের মতো এবারও সিঙ্গাপুর দ্বিতীয় অবস্থানে থাকলেও যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। এছাড়া চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড, স্পেন, লুক্সেমবার্গ ও ইতালি (১৮৮) এবং একইভাবে পঞ্চম স্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া (১৮৭)।

তালিকায় সবার নিচে ১১০তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটির পাসপোর্ট দিয়ে ২৬টি দেশে বিনা ভিসায় অথবা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে। এছাড়া ৩২টি দেশে বিনা ভিসায় অথবা অন এরাইভাল ভিসায় ভ্রমণের অধিকার নিয়ে পাকিস্তান রয়েছে ১০৭তম অবস্থানে।

প্রসঙ্গত, প্রতি বছর ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশনের গবেষণা বিভাগ হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করে। সংস্থাটি নতুন এ তালিকা প্রকাশের আগে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর চলমান অস্থায়ী বিধিনিষেধগুলোকে বিবেচনায় নেয়নি বলে জানিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print