প্রভাতী ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি। সোমবার (২৮শে সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের সি আর বি চত্ত্বরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক গাজী জাকারিয়া পিন্টুর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক এস.এম জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো: সিরাজ উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়নে দলের নেতাকর্মী এবং সরকারী চাকুরীজীবিদের সহযোগীতা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রী আরো দ্রুত দেশের উন্নয়ন করতে পারবেন। দূর্নীতিবাজ প্রধানমন্ত্রীর প্রধান শত্রু উল্লেখ করে তিনি বলেন , নিজ দলের লোক বা যেই হোক দূর্নীতি করে প্রধানমন্ত্রীর হাত থেকে কেউ রেহাই পাবে না। তাই দূর্নীতি করে পকেট ভারী না করে দেশের উন্নয়নের চিন্তা করার অনুরোধ করেন সবাইকে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো: গিয়াস উদ্দিন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মো: শফিকুল ইসলাম, রেলওয়ে কর্মকর্তা সিনিয়র পার্সোনাল অফিসার মো: নজরুল আজাদ ।
বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। দেশের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য সবাইকে সততার সাথে কাজ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মো: মিজানুর রহমান, ইমাম হোসেন উজ্জল ,শ্রম বিষয়ক সম্পাদক আবদুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন আজমল,তথ্য ও গবেষনা সম্পাদক গাজী মো: শাহজাহান, পাহাড়তলি কারখানা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: কাশেম, সি আর বি সদর শাখার মো: ময়েন উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ কায়সার, জুবায়ের, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ইকবাল হোসেন জনি, চট্টগ্রাম রেলওয়ে কারাখানা শাখার সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাহিদ, নাছির, আনোয়ার,ইসমাইল,হান্নান, লোকোসেড শাখার সাধারণ সম্পাদক মো: বাবুল আহম্মেদ, মো: সুমন ভূইয়া, পাহাড়তলী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফয়সাল, সিজিপিওয়াই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মিঠু, হাবিব, চট্টগ্রাম স্টেশন শাখার সহ সভাপতি মোঃ মহসিন, বিদ্যুৎ শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাবেদ উদ্দিন, লাকি চৌধুরী,সংকেত শাখার রাশেদুল ইসলাম মিথুন,ওপেন লাইন শাখার নাছির, মোস্তফা, রাজু, শাহজালাল, সরোয়ার, আব্বাস, সজীব, সাব্বির, খোকন, আরিফ, ফারুক, অর্জুন, সোহেল, মাসুদ, আজিম, ইমন, এমদাদসহ রেলওয়ে শ্রমিকলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.