মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

সিএমপির খুলশী ও আকবরশাহ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দুটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পদায়ন ও একটি থানার পরিদর্শক (তদন্ত) রদবদল করা হয়েছে।

নতুন আদেশপ্রাপ্ত তিন পরিদর্শকের ২ জনই পরিদর্শক তদন্ত হিসেবে এর আগে দায়িত্ব পালন করলেও ওসি হিসেবে এবার প্রথম পদ পাচ্ছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল হয়েছে বলে নিশ্চিত করেছেন সিএমপির গণসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ।

সিএমপি কমিশনার হিসেবে কোন কর্মকর্তার বদলি আদেশ এটিই প্রথম। প্রথম আদেশে সিএমপির পশ্চিম জোনের থানা ও নগরীর প্রবেশদ্বার আকবরশাহ থানায় পদায়ন করা হয়েছে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেনকে। আকবর শাহ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে নগর পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে সিএমপির উত্তর জোনের খুলশী থানার ওসি প্রণব চৌধুরী ঢাকা সিআইডিতে বদলি হলে খালি হয় খুলশী থানার ওসি পদ। ওই পদে পদায়ন করা হয়েছে চান্দগাঁও থানায় পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহিনুজ্জামানকে। শাহিনুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট প্রধান রাজেশ বড়ুয়া।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print