
নিজস্ব প্রতিবেদক : অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টার এবং ছোঁয়া বিউটি পার্লারে অভিযান চালিয়ে ২৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১শে সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক আসামিরা হলেন- ইমন আহম্মেদ, শাকিল আহাম্মেদ, রিন্টু ছিরাং, জিয়াউল হাসান, কামরুজ্জামান, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, রেজওয়ানুল ইসলাম, জাহেদুল ইসলাম চৌধুরী, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, রায়হান আলম ব্যাপারী, রিয়া আক্তার, মাহি, সিমা, সামিয়া আক্তার, জুলি সাংমা, স্মৃতি, রিনা আক্তার, সুমি, হামিদা, মনি, শারমিন, পাপরী, তিশা, মিষ্টি আক্তার, সুমা ও সালমা আক্তার অরিন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মোফাজ্জল হোসেন আসামিদের আদালতে হাজির করে ইমন আহম্মেদ ও শাকিল আহাম্মেদের দুই দিন করে রিমান্ড এবং অপর ২৬ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন ।
ওই দুই আসামির পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষেও তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত ওই দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদ এবং অপর ২৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার (২০শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি ভবনের অ্যাপেল থাই স্পা ও ছোঁয়া বিউটি পার্লারে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন গুলশান থানার এসআই মো. ওয়ালিয়ার রহমান।