রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

সাংবাদিক জামাল খাশোগী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড !

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগী হত্যার ঘটনায় ৮ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সৌদি আরব। ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। তবে এই ৮ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে সৌদি আরবের সরকারি কৌঁসুলিরা বলেছেন, খাশোগীর পরিবারের সদস্যরা অভিযুক্ত হত্যাকারীদেরকে ক্ষমা করে দেওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের সাজা হবে ২০ বছর করে। এছাড়া বাকি ৩ ব্যক্তিকে ৭-১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে। সোমবার (৭ই সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়, সৌদি প্রসিকিউশন একে চূড়ান্ত রায় বলে উল্লেখ করেছে।

গত বছরের ডিসেম্বরে খাশোগি হত্যার ঘটনায় সৌদি আদালত ৫জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ৩জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে খাসোগির পরিবারের সদস্যরা বলেছেন, তাঁরা হত্যাকারীদের ক্ষমা করেছেন। সৌদি আইন অনুসারে আনুষ্ঠানিকভাবে তাঁদের মুক্তির অনুমোদন দিয়েছে। আজ সোমবার যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে তাঁদের মধ্যে পাঁচজনকে এর আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print