
খালেদা জিয়ার ৭৬তম জন্মদিনে দোয়া কামনা পূর্বক শুভেচ্ছা জানিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট এম.আনোয়ার হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্রকামী নেত্রী,৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে তাঁর প্রতি রইল শুভেচ্ছা। মহান রাব্বুল আলামিনের দরবারে প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
বিবৃতিতে আরো বলা হয়, মহান রাব্বুল আলামিন প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের সকলকে নেক হায়াত দান ও করুন হেফাজত করুন।