জয়নাল আবেদীন আসিফ: ১৫ই আগষ্ট বাঙ্গালী জাতির জন্য অত্যান্ত বেদনার দিন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম জিলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গোলাম রসূল নিশান, সাধারণ সম্পাদক তামজিদ কামরান এবং মহানগরের আওতাধীন বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ৷
এই ব্যাপারে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নিশান বলেন, দেশের জণগণের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা নতুন প্রজন্মের জানা প্রয়োজন। নতুন প্রজন্মকে দেশ প্রেমিক হতে হলে প্রথমে বঙ্গবন্ধুর আর্দশের পথে চলতে হবে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.