রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

করোনায় আক্রান্ত হলেন সিএমপি কোতোয়ালী থানার ওসি মহসীন

প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি থানা কোয়ার্টারে কোয়ারেন্টাইনে আছেন। বিষয়টি তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওসি মহসিন বলেন, ঈদুল আজহার দিন (১লা আগস্ট) সন্ধ্যায় হালকা জ্বর অনুভব করি। তখন থেকেই নিজেকে গুটিয়ে কোয়ারেন্টাইনে চলে আসি। এখনো হালকা জ্বর আছে। শরীর এবং মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, কাশি আছে, শরীরও দুর্বল।

তিনি জানান, টানা ৪ দিনে জ্বরমুক্ত না হওয়ায় মঙ্গলবার (৪ঠা আগস্ট) দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। বুধবার(৫ই জুলাই) বিকেলে ল্যাব থেকে মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনার শুরু থেকেই ত্রাণ বিতরণ, আক্রান্তদের হোম কোয়ারেন্টইন নিশ্চিতকরণ, খাদ্য সহায়তা বিতরণসহ নানামূখী সেবামূলক কাজ করে প্রশংসিত ওসি মহসিন। এ পর্যন্ত কোতোয়ালী থানায় কর্মরত ৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে সবাই সুস্থ। সবাই সুস্থ হওয়ার পর আক্রান্ত হলেন ওসি নিজেই। এই কয়দিনে তার সংস্পর্শে যারা আসছে তাদের তালিকা করা হচ্ছে। তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখা হবে।

করোনা আক্রান্ত ওসি মহসিন দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কাজকে ভালবাসি, তাই কাজটাকে খুব মিস করছি। সবার ভালোবাসা আর দোয়াই আবারো ফিরতে চাই। শেষ করতে চাই অসমাপ্ত কাজগুলো।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print