জয়নাল আবেদীন আসিফ : আদিত্য দাশ জয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একজন তরুণ ছাত্র সংগঠক৷ শুক্রবার(১০ই জুলাই) তার শ্রদ্ধেয় মায়ের জন্মদিন ছিলো৷ এমন একটি বিশেষ দিনে তিনি রাস্তায় অনাহারে থাকা অসহায় মানুষগুলোর কথা ভুলে যান নি৷ সন্ধ্যায় ছুটে গেলেন কোতোয়ালী এবং সদরঘাট এলাকার রাস্তায় থাকা প্রায় শতাধিক অসহায় মানুষের দ্বারে৷ অসহায় মানুষের মুখে তুলে দিলেন এক বেলার খাবার।
এই ব্যাপারে জানতে চাইলে আদিত্য দাশ জয় বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমার পরিবার এবং প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিকট থেকে পেয়েছি। করোনা মহামারীতে সাধ্যমত অসহায় মানুষের পাশে ছিলাম, আগামীতেও যেকোন দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.