
প্রভাতী ডেস্ক : সোমবার(২২জুন) ভোরে সবাই যখন ঘুমে, ঠিক তখনই ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম। ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল অনেকেরই। আতঙ্কে অনেকে ঘর থেকে বেরিয়ে পড়েন। এর আগে রোববার বিকেলেও এক দফা ভূমিকম্পে দুলেছে চট্টগ্রাম।
মাত্র ১২ ঘন্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম। রিখটার স্কেলে প্রথম দফার ভূমিকম্পের মাত্রা ৫.১ হলেও পরের ভূমিকম্পের মাত্রা ছিল আরো বেশী অর্থাৎ ৫.৮। দুই ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্য। এই রাজ্যটি বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী।
রোববার (২১ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চল ও ভারতের মিজোরাম রাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
অন্যদিকে সোমবার (২২ জুন) ভোর রাত ৪টা ৪০ মিনিট ৫২ সেকেন্ড দ্বিতীয় দফায় ভূমিকম্প হল চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলাসহসহ আশেপাশের এলাকায়। মিজোরামেরই উত্তর বানলাইফাই এলাকার ১৮ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮।
এর আগে গত বৃহস্পতিবারও (১৮ জুন) সারা দিনে যে তিনবার ভূমিকম্প হয়েছিল সেগুলোর শেষটিও ছিল মিজোরাম। যার রিখটার স্কেল ছিল ৫.০।