প্রভাতী ডেস্ক : তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার করোনা আক্রান্ত হয়েছেন। তার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার(২৪শে জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন সেম্পল দেন। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে কোভিড-১৯ পজিটিভ আসে। তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান গণমাধ্যমকে বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চুয়ালি অফিস করছেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.