
প্রভাতী ডেস্ক : দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার(২০শে জুন) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৭১৩ জন।
আর গত সপ্তাহে মারা গেছেন ৮ জন। এদের সবাই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। এর আগে গত ২৩শে মে আইএসপিআর থেকে জানানো হয়েছিল ঢাকাসহ বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন।
যাদের মধ্যে কর্মরত দু’জন সেনা সদস্যও রয়েছেন। অন্য ৮ জন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।