প্রভাতী ডেস্ক : করোনা আইসোলেশন সেন্টার তৈরি করতে সহযোগিতা না করার অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া এলাকার আহাদ কমিউনিটি সেন্টার ও কে.বি কনভেনশন সেন্টারের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাকলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয়রা।
বাকলিয়ায় ছাত্রলীগের মানববন্ধনে বাকলিয়া থানা ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয়রা আহাদ কমিউনিটি সেন্টার ও কেবি কনভেনশন সেন্টারের লাইসেন্স বাতিলেরও দাবি জানিয়েছেন।
১৬ই জুন (মঙ্গলবার) শাহ আমানত সেতু সংযোগ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক বলেন, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয়রা উদ্যোগ নিয়ে করোনা আইসোলেশন সেন্টার করতে আহাদ কমিউনিটি সেন্টার ও কেবি কনভেনশন সেন্টার ভাড়ায় চেয়েছিলাম মালিকদের কাছে। কিন্তু তারা করোনা চিকিৎসায় এসব খালি পড়ে থাকা কমিউনিটি সেন্টার দিতে রাজি হননি। আমরা তাদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.