Search

শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

করোনাভাইরাসে বিএনপির ৫৬ নেতা-কর্মীর ‍মৃত্যু !

প্রভাতী ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিএনপির ৫৬ জন নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ১২১ জন।

শনিবার(১৩ই জুন) সকালে উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি গঠিত জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন করোনা পর্যবেক্ষণ সেলের প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে যেসব বিএনপি নেতারা করোনায় আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের মধ্যে রাজশাহী বিভাগে আক্রান্ত ৫ জন, মৃত্যু নেই। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ২৬ জন, মৃত্যু ১২ জন। কুমিল্লা বিভাগে আক্রান্ত ১৯ জন, মৃত্যু ১৩ জন। ঢাকা বিভাগে আক্রান্ত ৪১ জন, মৃত্যু ২৭ জন। ময়মনসিংহে আক্রান্ত ১জন, মৃত্যু ১জন। খুলনায় আক্রান্ত ৭ জন, মৃত্যু নেই। সিলেটে আক্রান্ত ৮ জন, মৃত্যু ২ জন। ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪ জন, মৃত্যু ১জন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে দেশের মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও অঙ্গ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের সার্বিক তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৫১ লাখ ৮১ হাজার ৩৬০ পরিবারের মধ্যে বিএনপি নেতাকর্মীরা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

‘এতে সর্বমোট ২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৪৪০ জন মানুষ উপকৃত হয়েছেন। ঈদের আগে গরিব মানুষের বাসা-বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থও পৌঁছে দেয়া হয়েছে। গত ২০ মার্চ হতে ২০ মে পর্যন্ত এসব ত্রাণ দেওয়া হয়েছে যা এখনও অব্যাহত আছে।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print