নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করছে। প্রতিদিনই আশংকাজনকভাবে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একই সাথে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ২২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ৫ জন। শুক্রবার (১২ই জুন) ৫টি ল্যাবে ৮৭৪টি নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। ফলে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮১৫ জনে। সেই সাথে মোট মৃত্যুর সংখ্যা হলো ১১১ জন।
নতুন আক্রান্ত ২২২ জনের মধ্যে ১৬২ জন চট্টগ্রাম নগর এলাকার এবং ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে ২দিনের একত্রে ৪৪৮টি নমুনা পরীক্ষায় পজিটিভ ১৩৭ জন। যার মধ্যে ১২৯ জন নগরের ও বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার ফলাফল না দেয়ায় একত্রে রিপোর্ট প্রদান করেন।
একই দিনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ শনাক্ত হয় ৪৫ জনের। যার মধ্যে ২২ জন নগরের ও ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৩ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে, যাদের সকলেই নগরের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। যাদের সকলেই বিভিন্ন উপজেলার।
কক্সবাজার মেডিক্যাল কলেজে ২০ নমুনা পরীক্ষায় ৩ করোনা রোগী শনাক্ত হয়। তবে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
শনিবার (১৩ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বী।
তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.