প্রভাতী ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট মৃত্যু হলো ১ হাজার ৪৯ জনের।
বৃহস্পতিবার(১১ই জুন) দুপুরে কোভিড-১৯ মহামারী নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য দিয়েছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় যাদের পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে ৩ হাজার ১৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ২০.২১ শতাংশ।
সবমিলিয়ে দেশে ৭৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৪৮ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.৪৬ শতাংশ।
মৃত্যুর হার ১.৩৪ শতাংশ জানিয়ে তিনি বলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭জন নারী।
মৃতদের বয়স বিশ্লেষণ করে তিনি বলেন, বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছর বয়সী ২জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৮জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ১জন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন ও বাড়িতে ৯ জন।
নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের ৭জন, রাজশাহী বিভাগের ৪জন, সিলেট বিভাগ ৩জন, বরিশালে ২জন, রংপুর বিভাগে ১জন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.