নিজস্ব প্রতিবেদক : দেখতে দেখতে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেল। সর্বশেষ বুধবারও (৩ জুন) চট্টগ্রামে নতুন করে আরো ১৪০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৬ জন নগরের ও ৫৪ জন বিভিন্ন উপজেলার।
বুধবার (৩রা জুন) রাত সাড়ে ১১ টা নাগাদ চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার ৩ টি ল্যাবে মোট ৫৩০টি নমুনা পরীক্ষায় ১৪০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২২৬টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৭৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। যেখানে ৭৪ জনই নগরের। অন্যজন উপজেলার।
বিআইটিআইডি ল্যাবে ১৫৮ নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ২৯ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে ২৪ জন বিভিন্ন উপজেলার, বাকি ৫ জন নগরের। অন্যদিকে সিভাসুতে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন করোনা পজিটিভ শনাক্তের কথা জানিয়েছেন। যেখানে ৭ জন নগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন।
২ জন নারী চিকিৎসকসহ আরও ৮ জন চিকিৎসক করোনা পজিটিভ শনাক্ত হলেন বুধবার (৩রা জুন)।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.