প্রভাতী ডেস্ক : বরেণ্য আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা অ্যাডভোকেট মো. কবির চৌধুরী মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মঙ্গলবার (২রা জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসাপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ধক্যজনিত রোগ ছাড়াও তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে।
চট্টগ্রাম জেনারেল হাসাপতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামান বলেন, ৩০শে মে কবির চৌধুরীকে হসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিবার রাত ১২টার পরে ইনসেনটিভ কেয়ারে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে। আজ সকাল সড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
ডাক্তার শাহাদাতের শোক:
বিশিষ্ট রাজনীতিবিদ, দেশ বরেণ্য আইনজীবী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এড. মোঃ কবির চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন।
এক শোকবার্তায় তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির ও উনার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
সম্মিলিত পেশাজীবি পরিষদ:
এদিকে কবির চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্মিলিত পেশাজীবি পরিষদ। এক বিবৃতিতে পেশাজীবি নেতা ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাহিদুল করিম কচি, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. সারোয়ার আলম, ডা. আব্বাস উদ্দিন, মো. শাহনওয়াজ, এড. দেলোয়ার হোসেইন, এড. কফিল উদ্দিন, ইঞ্জিনিয়ার নূরুল করিম, এডভোকেট জহিরুল আলম, ও ডা. লাকি খান প্রমুখ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.