নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে নতুন করে আরো ১১৮ জন করোনা পজিটিভ শনাক্তের খবর জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মধ্যে ৯১ জন মহানগরীর ও ২৭ জন বিভিন্ন উপজেলার। ফলে চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত হওয়া মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৪৩ জনে।
রোববার (৩১শে মে) চট্টগ্রামের ৩টি ল্যাবে ৪০৯টি নমুনা পরীক্ষা করে এই ১১৮ জনের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
সিভিল সার্জন বলেন, রোববার চমেক ল্যাবে ২৭২ টি নমুনা পরীক্ষায় ৯৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৯ জন মহানগরীর বাসিন্দা ও বাকি ৬ জন বিভিন্ন উপজেলার। একই দিনে সিভাসু ল্যাবে ১৩০ নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস মিলেছে ২৩ জনের শরীরে। এদের মধ্যে ২ জন নগরের ও বাকি ২১ জন বিভিন্ন উপজেলার।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার ৭ টি নমুনা পরীক্ষা হলেও কারোর শরীরে করোনার অস্তিত্ব মিলেনি আজ। এছাড়া নগরীর প্রধান করোনা পরীক্ষাগার বিআইটিআইডিতে করোনা ভাইরাসের কোন নমুনা পরীক্ষা হয়নি।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.