আশেক এলাহী,কক্সবাজার:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কক্সবাজার জেলার ৪টি আসনে মনোনয়ন প্রদান প্রসঙ্গে মতামত প্রদান করে খোলা চিঠি প্রেরণ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম।
নিন্মে তাঁর প্রেরণকৃত খোলা চিঠি টা হুবহু তুলে ধরা হলো।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সভানেত্রী
বাংলাদেশ আওয়ামীলীগ।
ভালবাসা শ্রদ্ধা অবেগ ও অনুভূতির জায়গায় থেকে আপনাকেই বলছি-
বিষয়ঃ সমুদ্র জনপদ কক্সবাজার জেলায় ৪ টি আসনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া প্রসঙ্গে।
নেত্রী
বিশ্বের দীর্ঘতম সমুদ্র জনপদ সুপ্রাচীন প্রিয় কক্সবাজার জেলা।যে জেলার দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী।আমাদের এই জেলা অন্যান্য জেলার মতো নয়।আপনি কক্সবাজার জেলায় হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন।কক্সবাজার জেলায় ৪টি আসনে আপনি অজস্র উন্নয়ন করে দিয়েছেন।আপনার এই উন্নয়নকে ধরে রাখতে অবশ্যই স্বনামধন্য সমুদ্র জনপদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
নেত্রী সামনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন।আমি পিচ ঢালা রাজপথে তৃণমূলের নেতাকর্মীর একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই কক্সবাজার জেলায় ৪টি আসনে আগামীতে যারা এলাকায় জনগণের পাশে ছিল,যারা দলের নেতাকর্মীদের দূর্দিনে পাশে ছিল,যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত নেই,ইয়াবার ব্যবসার সাথে জড়িত নেই,যারা এলাকার উন্নয়ন করেছে,যারা সরকারি প্রকল্প ভাগ-বাটোয়ারা করে খায় নি,যারা দল ক্ষমতায় অবৈধ পথে কালো টাকার পাহাড় জমায় নি,যারা জামাত বিএনপির সাথে আঁতাত করে ব্যবসা বাণিজ্য করে নি,অসৎপথে আয় করে নি,যারা দলকে ভালবেসেছে দলের জন্য ত্যাগ করেছে,মাঠে কাজ করেছে,যাদের তৃণমূলে গ্রহণযোগ্যতা আছে,যাদেরকে এলাকার সাধারন মানুষ ভালবাসে নীতিবান,আদর্শবান, পরিচ্ছন্ন, যারা আপনার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ যেখানে কক্সবাজার রেললাইন প্রকল্প,মেডিকেল কলেজ, আন্তর্জাতিক বিমান বন্দর ,কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,টেকনাফ সাবরাং ট্যুরিষ্ট জোন,মহেশখালী কয়লা বিদুৎ কেন্দ্র,গভীর সমুদ্র বন্দর,কক্সবাজার খুরুশকুল ইউনিয়নে আশ্রায়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ গুলো সঠিক ভাবে আগামীতে আপনার নেতৃত্বে সম্পন্ন করতে পারবে।
প্রয়োজনে উন্নয়নের বৃহৎ স্বার্থে জাতীয় তারকা মানের নেতৃত্ব কক্সবাজারে বিভিন্ন আসনে দিয়ে উন্নয়নের যে অগ্রযাত্রা তা অভ্যাহত রাখুন।
মাননীয় নেত্রী দয়াকরে এমন যোগ্য নেতৃত্বকে নৌকার মনোনয়ন দেয়া হউক।
নিবেদক-
কক্সবাজার জেলার তৃণমূল নেতাকর্মীর পক্ষে-
মোরশেদ হোসাইন তানিম
সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত)
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.