প্রভাতী ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১,২০২ জন আক্রান্ত হয়েছেন। যা এই পর্যাপ্ত শনাক্ত রোগীর মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২০ হাজার ৬৫ জনে।
এছাড়া আক্রান্তদের মধ্যে আরো ১৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে। এই সময়ের মধ্যে নতুন করে ২৭৯ জনসহ মোট তিন হাজার ৮৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শুক্রবার(১৫ই মে) বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২০২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারাগেছে ১৫ জন। সুস্থ হয়েছেন ২৭৯ জন।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে পুরুষ ৭জন ও ৮জন নারী।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.