বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীতে ২৪ ঘন্টায় ৮৫ করোনা রোগী শনাক্ত !

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গাণিতিক হারে করোনাভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৪০৮টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রামের রয়েছে ৮৫ জন। এর মধ্যে সাংবাদিক, পুলিশ, চিকিৎসকসহ বাদ নেই কেউ। করোনার ডালপালা চট্টগ্রামের মহানগর থেকে উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে গেছে ইতিমধ্যেই।

মঙ্গলবার (১২ মে) কক্সবাজার মেডিক্যাল ল্যাবসহ চট্টগ্রামের চারটি ল্যাবে ৪০৮টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের পজিটিভ আসে। তার মধ্যে ৮৫ জন চট্টগ্রামের। এর মধ্যে সিভাসু ল্যাবের ১১ মে’র রিপোর্টে পজিটিভ আসা দুইজন করোনা রোগী রয়েছে।

এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের নমুনাও চট্টগ্রামের হিসেবে যোগ হবে।

করোনা পরীক্ষার অন্যতম ল্যাব চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২২টি। এরমধ্যে ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে চট্টগ্রামের ৫১ জন। মহানগরীর ৪৭ জন এবং উপজেলার ৪জন। বাকি ১জন ভিন্ন জেলার। আবার ১জনের দ্বিতীয় নমুনায় পুনরায় করোনা পজিটিভ আসে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেডিকেলের ল্যাবে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হলেন ডবলমুরিংয়ে সর্বোচ্চ ৭ জন, দেওয়ানহাটে ৬ জন, কোতোয়ালীতে ৫ জন, বন্দরে ৩ জন, পাথরঘাটায় ২ জন, হালিশহরে ২ জন, সাগরিকায় ২ জন, পাঁচলাইশে ২ জন, আগ্রাবাদে ২ জন, ব্যাটারি গলিতে ১ জন, আকবরশাহে ১ জন, দক্ষিণ বাকলিয়ায় ১ জন, বউ বাজারের ১ জন, নিমতলায় ১ জন, অক্সিজেনে ১ জন, আল ফালাহ গলিতে ১ জন, খাতুনগঞ্জে ১ জন, ফকিরহাট বন্দরে ১ জন, বদরপাতিতে ১ জন, পাহাড়তলীতে ১ জন, পতেঙ্গায় ১ জন, বায়েজিদে ১ জন, ইপিজেডে ১ জন এবং বাকলিয়ায় ১ জন। এছাড়া হাটহাজারীতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১ জন, পটিয়ায় ২ জন এবং সন্দ্বীপে ১ জন।

অন্যদিকে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনার ২৪৮টি নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের ২৭ জন। বাকি ৪জন ভিন্ন জেলার। চট্টগ্রামের ২৭ জনের মধ্যে মহানগরীর ২৫ জন এবং উপজেলার দুই জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে সোমবার (১১ মে’র) করোনাভাইরাসের ৭০টি নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের দুইজন এবং বাকি ১৮ জন ভিন্ন জেলার। নগরের দুইজনের একজন সিটি গেইট এলাকার। আরেকজন দামপাড়া পুলিশ লাইন এলাকার বাসিন্দা।

অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে চট্টগ্রাম জেলার ৩৮টি নমুনা পরীক্ষার ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ৫জনের সকলেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print