প্রভাতী ডেস্ক : ঢাকা-৫ আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তার গ্রামের বাড়ি যাত্রাবাড়ীর মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার দেয়া হয়। পরে প্রথম ও দ্বিতীয় জানাজা শেষে মাতুয়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাবিবুর রহমান মোল্লা হৃদরোগে আক্রান্ত হলে ৩রা এপ্রিল তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়। অবশেষে বুধবার (৬ই মে) সকালে না ফেরার দেশে চলে যান বর্ষীয়ান এই নেতা। ৭৮ বছর বয়সী এই সংসদ সদস্য স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.