প্রভাতী ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মহামারী করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ২৪ জন রোগী সনাক্তও করা হয়েছে। বাংলাদেশে করোনা ঝুঁকির কয়েকটি শহরের মধ্যে চট্টগ্রাম অন্যতম। শিক্ষিত লোকেরা এই ভাইরাস সম্পর্কে সচেতন হলেও অশিক্ষিত তথা বস্তিবাসী লোকজন এই ব্যাপারে একেবারে অসচেতন। তাই বস্তিবাসী লোকজনের সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করে সেচ্ছাসেবী সংগঠন দূরবীন ফাউন্ডেশন। সেচ্ছাসেবী সাফি, মাসুদ, ইমরান এবং ইফতেখারের নেতৃত্বে একটি টিম বস্তি এলাকা নিরাপদ এবং জীবাণুমুক্ত রাখতে বিভিন্ন বস্তীতে জীবাণুনাশক ব্যবহার পূর্বক তাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে অবহিত করে। এর সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সম্পর্কেও বস্তিবাসী লোকজনকে ধারণা প্রদান করে।
স্বেচ্ছাসেবী ইমরান বলেন, আমরা গত শুক্রবার মসজিদে ক্যাম্পেইন করার পর অনেকে আমাদেরকে অনুরোধ করে নগরীর বস্তি এলাকার লোকজনকে সচেতন করার উদ্যোগ নিতে। আজকে অনেক বস্তিতে ক্যাম্পেইন করতে গিয়ে জানতে পারলাম করোনা ভাইরাস সম্পের্ক অনেক লোকই জানে না। আমারা চেষ্টা করছি তাদেরকে সচেতন করতে, জীবাণুনাশক ব্যবহারের নিয়ম সম্পর্কেও ধারণা প্রদান করেছি। আমাদের আশা সমাজ সচেতন লোকজন নিজ নিজ এলাকার বস্তিতে যদি করোনা ভাইরাস সম্পর্কে প্রচারণা চালায় তাহলে বস্তীবাসীরা সচেতন হবে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.