Search

শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সবার জার্সির পেছনে মাশরাফি, সামনে ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন’

প্রভাতী ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের কান্ডারি মাশরাফি বিন মর্তুজা অধিনায়কত্বের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১২৩ হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচ সিরিজের সবকটিতে বিশাল জয় পেয়েছে টাইগাররা।

অপেক্ষা ছিল কেবল ম্যাচ শেষ হওয়ার। সেই মুহূর্ত আসতেই সবার মধ্যমণি মাশরাফি বিন মুর্তজা। জয়ের পর মাঠেই ‘হাই ফাইভ’, আলিঙ্গন তো ছিলই। মাঠের বাইরে যেতেই মাশরাফিকে কাঁধে তুলে নিলেন তামিম ইকবাল, চলল মাঠ প্রদক্ষিণ। সবচেয়ে বড় চমক এরপরই। দলের সবার পরনে মাশরাফির নামে জার্সি!

মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচের জন্যই বিশেষভাবে তৈরি এই জার্সি। সবার জার্সির পেছনে লেখা ‘মাশরাফি’,  তার প্রতীক হয়ে ওঠা নম্বর ‘২’। জার্সির সামনে লেখা ‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন।’ মাশরাফিকে ঘিরে বয়ে গেল আবেগের জোয়ার। সতীর্থদের এই আয়োজনে চমকে গেলেন মাশরাফিও। তার কণ্ঠে ফুটে উঠল কৃতজ্ঞতা।

“অনেক বড় সম্মান আমার জন্য। সম্ভবত মাঠেই সবচেয়ে সেরা উপহার পেয়েছি (দলের জয়)। ক্রিকেট বোর্ড, আমাদের ছেলেরা, সবাই ছিল দারুণ। সবাইকে ধন্যবাদ।”

দলের পক্ষ থেকে সবার অটোগ্রাফ ও শুভেচ্ছাসহ একটি জার্সি উপহার দেওয়া হলো মাশরাফিকে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি নাজমুল হাসান উপহার দিলেন একটি ক্রেস্ট।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print