প্রভাতী ডেস্ক: অনিয়ম ও ভেজালের দায়ে নগরীর বহদ্দারহাট এলাকায় তিন ফার্মেসিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। রবিবার (৮ মার্চ) ওষুধ প্রশাসন অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। তথ্যটি নিশ্চিত করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান।
তিনি বলেন, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, প্রেশক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি, তাপসংবেদনশীল ঔষধ যথাযথ সংরক্ষণ না থাকায় মেসার্স আজগর শাহ ফার্মেসীকে ৭০ হাজার টাকা, মেসার্স ইদ্রিস ফার্মেসীকে ২০ হাজার টাকা এবং মেসার্স চান্দগাঁও ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট শিরিন আক্তরের কোর্ট।