নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালীতে চেয়ারম্যানকে সিমেন্ট বাকি না দেওয়ায় দোকানের কর্মচারীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় মালিকের নির্দেশের কারণে বাকীতে সিমেন্ট না দেওয়ায় সিমেন্ট দোকান কর্মচারী মোঃ খোরশেদ (২৬) কে পিটিয়েছেন বোয়ালখালী উপজেলার ৭নং চরনদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম।
রবিবার (৮ই মার্চ) সন্ধ্যায় চরনদ্বীপ ফকিরাখালী বাজারে দিদার সওদাগরের দোকানে এই ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম ট্রাক ড্রাইভারের মাধ্যমে ২০ বস্তা সিমেন্ট বাকি চাইলে চেয়ারম্যান এর লেনদেন ভাল নেই মর্মে পূর্ব থেকে অবগত থাকায় দোকানের মালিক দিদার সওদাগরের নির্দেশে তাকে সিমেন্ট বাকি দিতে অপরগতা প্রকাশ করায় ওই ইউপি চেয়ারম্যান তার কার্যালয় থেকে এসে দোকান কর্মচারী খোরশেদকে এলোপাথাড়ী মারধর করে এক পর্যায়ে জোর করে সিমেন্টের বস্তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
দোকানের মালিক দিদার সওদাগর এই তথ্য নিশ্চিত করে বলেন চেয়ারম্যান শামসুল আলমের বিরুদ্ধে এলাকায় মানুষের টাকা আত্মসাৎ ও ত্রাসের রাজত্ব কায়েম করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ফলে আমার দোকান থেকে বাকীতে সিমেন্ট দেওয়া নিষেধ ছিল। বাকীতে মাল না দেওয়াতে সে সন্ত্রাসের মত খোরশেদকে মারধর করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরপমর্শ করে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান তিনি।
ঘটনার বিষয়ে জানতে চেয়ারম্যানের মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।