ফয়সাল হোসেন : চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাত ১২ টার দিকে এ ব্লক আবাসিকের একটি বিল্ডিংয়ের ২য় তলার একটি বাসা থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মো.জিয়া উদ্দিন ওরফে জিয়া (২৮), মিন্টু দত্ত (২০) এবং মো. শফিকুল ইসলাম ওরফে মুন্না (২০)।
এসময় তাদের বাসায় তল্লাশি করা হলে ৮০০ পিস ইয়াবা, ৩টি ছোরা এবং ২টি খেলনা পিস্তল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে।