রবিবার (২৪ই ফেব্রুয়ারী) ফরিদ আহম্মেদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টর চ্যাম্পিয়ন হয় গোলাম সরওয়ার জিতু ও মোহাম্মদ নুরফাত এবং রানার্স আপ হয় মুসফিক ও রাহাত।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে চান্দঁগাও থানা ছাত্রলীগ সহ-সভাপতি আব্দুল হাকিম ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দিদারুল আলম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মকসুদুল আলম, মোরশেদুল আলম, চান্দঁগাও ওয়ার্ড যুবলীগ নেতা মনিরুল বাহার রকি, আল- মামুন , চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কমর উদ্দিন এবং চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু।
অত্র অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন চান্দঁগাও থানা ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন, সাঈদ আনোয়ার, আবু জোবায়ের রাজ এবং শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে পুরষ্কার প্রদানের পরে অতিথিবৃন্দ উপস্থিত সবাইকে নিয়ে নিজেদের সর্বশক্তি দিয়ে মাদক মুক্ত সমাজ গড়ার শপথ করেন। – বিজ্ঞপ্তি