প্রভাতী ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ব্যাটারী চালিত রিক্সা ও অবৈধ সিএনজি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিএমপির ট্রাফিক বিভাগ। একই সাথে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার কথা ও বলা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ টায় দামপাড়া পুলিশ লাইন্সের কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারী চালিত রিক্সা ও অবৈধ সি.এন.জি অটোরিক্সা চলাচল বন্ধের পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকল্পে প্যাডেল চালিত রিকশা ও সিএনজি মালিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারী চালিত রিকশা ও অবৈধ সি.এন.জি অটোরিক্সা চলাচল বন্ধের পাশাপাশি ভ্যানে জিনিসপত্র বিক্রি নিষিদ্ধ করন। একই সাথে গ্রাম সিএনজি ও নিলামকৃত সিএনজি চলাচল নিষিদ্ধ করণ, প্রধান প্রধান সড়কগুলো হকারমুক্ত রাখা, সর্বোপরি সুষ্ঠু ট্রাফিক নিশ্চিতকল্পে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক-উত্তর এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ, ট্রাফিক বন্দর এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ তারেক আহম্মেদ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পরিবহন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।