বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর জলদী মিয়ার বাজারে শনিবার (৪ঠা জানুয়ারি) সকাল ১০ টার সময় গোলাম কাদেরের চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপ ব্যবহারের অভিযোগ উঠেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুরো বাজারে উত্তেজনা বিরাজ করেছে।
দোকানদার এবং স্থানীয় সূত্র জানায় সকাল ১০ টায় দোকানে রুটি খেতে ইসমাইল নামের এক লোক আসে, তখন দোকানের কর্মচারী ইয়াছিন রুটি আর চনার ডাল পরিবেশন করার পরপরই দোকানের কর্মচারীকে চড় থাপ্পড় মারতে থাকে। তখন দোকানের কর্মচারী আর ইসমাইলের মধ্যে মারামারি হয়। ইসমাইলের সাথে থাকা নাছিমসহ কর্মচারীকে গলা টিপে ধরে এবং হাত মুছড়ে দেয়।
এই ঘটনাটি মীমাংসা করার জন্য দোকান মালিক কাস্টমারের কাছে ক্ষমা চান। তারা ক্ষমা না করে মেয়রকে কল দিলে মেয়র এসে দোকানের চনা,আর হালুয়ার ডালা মাটিতে ফেলে দিয়ে দোকান বন্ধের হুমকি দিয়ে চলে যায়।
পার্শ্ববর্তী দোকানদাররা জানায় মেয়র চাইলে জিনিসটা উভয় পক্ষকে ডেকে সমাধান করতে পারতেন নাইলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করতে পারতেন। একজন মেয়র হিসাবে এটা আসলেই বেমানান।
মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল ইসলামের সাথে কথা বললে তিনি মুঠোফোনে জানায়, ‘আমি ব্যক্তিগত কাজে শহরে আসছি ঘটনাটা দেখে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’
এই ব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরীর সাথে যোগায়োগ করলে তিনি কোন কথা বলতে পারবেন না বলে জানান।