প্রভাতী ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির এখন নেতা দরকার। তাই তারা ড. কামাল হোসেনের ওপর নির্ভর করেছেন। কারণ তাদের চেয়ারপার্সন কারাগারে কারান্তরীণ এবং ভাইস চেয়ারম্যান লন্ডনে পলাতক ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।’ জাতীয় ঐক্যকে জগাখিচুড়ী বলেও মন্তব্য করেন মন্ত্রী।বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘যারা হিন্দুদের ওপর হামলা চালায়, তাদের বাড়ি-ঘর লুটপাট করে, তারা কোনো দলের নয়, তারা দুর্বৃত্ত। তাই এসব দুর্বৃত্তকে হিন্দু-মুসলিম মিলে এক সঙ্গে প্রতিহত করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় সকল সংকটে হিন্দুদের পাশে ছিল, আছে ও থাকবে।’ এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানসহ দলীয় নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী একই নির্বাচনী আসনের কবিরহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজ খবর নেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.