নিজস্ব সংবাদদাতা: ড.কামাল হোসেন ঐক্য ফ্রন্টের মাথা নয়,বিএনপি’র লেজ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।তিনি বলেন, সরকার বিরোধী ঐক্য নিয়ে সব কিছু উপলব্দি করার পর পরিষ্কার বুঝা গেল ড.কামালকে ব্যবহার করেই বিএনপি ফায়দা লুঠতে চায়।
১৭ অক্টোবর সকাল ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘এ মুহূর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানোর চেষ্টা। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া।’
এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিলেন।