
প্রভাতী ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় মহিলা পশু চিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার ৪ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে ওই ৪জনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
তেলেঙ্গানার হায়দারাবাদে ২৭ বছর বয়সী ওই মহিলাকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা ভারত। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ।
পুলিশ জানিয়েছে, অপরাধের ঘটনাস্থলে গ্রেফতার ৪জনকে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গুলিতে ৪জন নিহত হন।
ঘটনা নিয়ে তদন্ত করতে অপরাধস্থলে যাওয়ার পর চার ব্যক্তি গুলির নিহতের খবর নিশ্চিত করে সায়বারাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজানার বলেছেন, এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিবিসি জানায়, গত বুধবার সন্ধ্যায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নিজের মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ওই মহিলা চিকিৎসক। এক পর্যায়ে তার বাহনের টায়ার ক্ষতিগ্রস্ত হলে এক লরি চালক তাকে সাহায্যের প্রস্তাব দেন।
পরিবারের সঙ্গে যখন এই নারী চিকিৎসকের শেষ কথা হয়; তখন তিনি একটি টোলপ্লাজায় অপেক্ষা করছিলেন। এর কিছু সময় পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মেয়ে নিখোঁজের খবর জানিয়ে পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বললে পরিবারের স্বজনদেরকে পুলিশ বলে যে, ভালোবেসে প্রেমিকের সঙ্গে হয়তো পালিয়ে গেছেন।
নিখোঁজের পর বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইওভারের নিচ এক গোয়ালা ওই তরুণীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর তার মৃতদেহ উদ্ধার করা হয়।