প্রভাতী ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিশাল মিছিল নিয়ে রাজপথ অবরোধ করেছে বিএনপি। হাজার হাজার নেতাকর্মীর শ্লোগান আর পদচারণায় প্রকম্পিত হয়ে উঠেছে গোটা রাজপথ।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্টের দিকে অগ্রসর হয়।
মিছিলে নেতৃত্ব দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।
মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিয়েছেন। মিছিলটি হাইকোর্টের দ্বিতীয় গেটে গিয়ে পৌছলে হাইকোর্ট থেকেও বিএনপিপন্থি আইনজীবীসহ অনেকেই মিছিলে যোগ দেন।
এর ফলে হাইকোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আশপাশের সড়কগুলো অবরুদ্ধ হয়ে পড়ে।
মিছিলে নেতাকর্মীরা এক কণ্ঠে আওয়াজ তুলেছেন- ‘জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিতে হবে’, ‘বেগম জিয়ার ভয় নাই, দেশের মানুষ তোমার সাথে’, ‘শেখ হাসিনা গদি ছাড়ো ছাড়তে হবে’।
হাইকোর্টের ফটকগুলোয় অবস্থান নিতে গিয়ে অনেক নেতা-কর্মী শুয়ে পড়েন। এসময় পুলিশের সঙ্গে কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.