প্রভাতী ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে মেঘনা গ্রুপের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম। সাজা পরোয়ানামূলে শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের গোলপাহাড় মোড়ে নিজ অফিস থেকে তাকে আটক করা হয়।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হুদা পূর্বকোণকে বলেন, প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শামসুল আলমের বিরুদ্ধে ঢাকার আদালতে দুইটি মামলা দায়ের করেছিল মেঘনা গ্রুপ । সেই মামলায় সাজা হয়েছে শামসুল আলমের। আমাদের কাছে গত কয়েক দিন আগে ওয়ারেন্ট আসে। সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য য, ২০০৮ সালে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন এই স্বনামধন্য শিল্পপতি। ২০০৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে চট্টগ্রামের বাকলিয়া-কোতোয়ালী আসন থেকে নির্বাচনও করেন তিনি। এরপর থেকে দলের দুঃসময়ে হাল ছাড়েননি এই নেতা।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.