চট্টগ্রাম- ৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে ৩বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল আর নেই।
বৃহস্পতিবার (৭নভেম্বর) ভোর ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি...... রাজিউন)। তিনি বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর অধীনে চিকিৎসাধীন ছিলেন।
সাংসদ মঈন উদ্দিন খান বাদলের রাজনৈতিক সহকর্মী এবং মিডিয়া সমন্বয়ক আলম দিদার সাংসদ বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদলের পারিবারিক সূত্র জানায়, ১৮ অক্টোবর থেকে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মঈন উদ্দিন খান বাদন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহন করেন। দীর্ঘ অভিজ্ঞ রাজনীতিবিদ বাদল জাসদের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বোয়ালখালী থেকে ৩বার সাংসদ নির্বাচিত হন। একাত্তরের রণাঙ্গনে অসম বীরত্ব দেখিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
ভারত থেকে দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরে আনার উদ্যোগ গ্রহণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.