ফয়সাল হোসেন: নগরীর কোচিং পাড়া খ্যাত চকবাজারের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৩১অক্টোবর) বিকেলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম, মো. উমর ফারুক ও মাসুদুর রহমান।
অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালু রাখায় ৩টি কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে অনেক কোচিং সেন্টারের মালিক নিজেরাই তালা লাগিয়ে পালিয়ে যায়।
প্রসঙ্গত, আগামী ২রা নভেম্বর থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ নির্দেশনা অমান্যকারী কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।