রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

বেগম জিয়ার দেখা শুনার জন্য দেশে ফিরলেন প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা

প্রভাতী ডেস্ক: পিজিতে চিকিৎসাধীন বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার চি‌কিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখ‌তে লন্ডন থেকে বাংলা‌দে‌শে পৌঁছেছেন পুত্রবধু প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শ‌র্মিলা রহমান সিঁ‌থি।

১০ অক্টোবর রাতে বাংলা ট্রি‌বিউন‌কে এই তথ্য নি‌শ্চিত করেছেন‌ যুক্তরাজ্য স্বেচ্ছা‌সেবক দলের সভাপ‌তি না‌সির আহমদ শা‌হিন।
জানা যায়, পা‌রিবা‌রিক সিদ্ধান্তের পরিপ্রে‌ক্ষি‌তে গত সোমবার প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ‌শর্মিলা রহমান সিঁ‌থি দে‌শের উ‌দ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ ক‌রেন।

সূত্র জানায়, মামলার কারণে তা‌রেক রহমান এবং ছুটি না পাওয়ায় তার স্ত্রী ডা. জোবায়দা রহমান দে‌শে ফির‌তে পার‌ছেন না। সেই কারণেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য দে‌শে ফিরেছেন তার ছোট ছেলে কোকোর স্ত্রী শ‌র্মিলা রহমান সিঁথি।

আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর থেকেই শ‌র্মিলা রহমান সিঁথি তার দুই কন্যা‌কে নি‌য়ে লন্ড‌নে বসবাস কর‌ছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৬ই অক্টোবর থেকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print